১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংড়ায় তাপদাহে ধানকাটা শ্রমিকদের পাশে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ধানকাটা শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী ও পানি দিচ্ছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি : নয়া দিগন্ত -

তীব্র তাপদাহে জর্জরিত হয়ে ধান কাটছেন স্থানীয় ও দূরাঞ্চলের শ্রমিকরা। কোথাও বিশ্রামের জন্য এতটুকু ছায়াও নেই। মাঠে কাজ করতে করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এমতাবস্থায় খাদ্যসামগ্রী, ওষুধ ও খাবার পানি নিয়ে শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এক সপ্তাহ জুড়ে সিংড়ার চলনবিলের বিভিন্ন মাঠে গিয়ে ধান কাটা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন লাচ্ছি, বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী। ইতোমধ্যে সাত শতাধিক শ্রমিকের মাঝে এই কর্মসূচি পালন করেছেন তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে স্যালাইন-পানি ও শরবত বিতরণ করার জন্য এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন।
গতকাল মঙ্গলবার বিলতাজপুর, সাতপুকুরিয়া ও মাগুরা মাঠের তিন শতাধিক শ্রমিকের হাতে এই খাবার পানি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী জাকারিয়া মিঠু, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, আবু বকর সিদ্দিক, রিপন হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বলেন, মূলত তারা চলনবিলের পাখি, বন্যপ্রাণী, উন্মুক্ত জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। সেই সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন। এবার বৈশাখের তাপদাহে জর্জরিত কৃষি শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। নিজেরাই টাকা তুলে সাধ্যমতো খাদ্যসামগ্রী ও পানি তুলে দিচ্ছেন তারা শ্রমিকদের হাতে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলে পাখি বাঁচাতেও কাজ করেন। এবার তারা কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি অবশ্যই তাদের একটি মহৎ উদ্যোগ।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সকল