১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিরোজপুরে কলেজছাত্র রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

-

পিরোজপুর শহরের মুক্তারকাঠি এলাকার কলেজছাত্র সৈয়দ রাসেল হত্যা মামলার সব আসামির গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সরদার জিয়াউল টিপু, নিহত রাসেলের মা জাহানার বেগম, বোন রুমা বেগম, এমরান মীর প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সাথে তার বাড়িতে দেখা করে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে রাসেলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আরো সংবাদ



premium cement