ঝালকাঠিতে মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন আমির হোসেন আমু
- ঝালকাঠি প্রতিনিধি
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঝালকাঠি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। গত রোববার বিকেলে ঝালকাঠির কীর্ত্তিপাশা মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগ মডেল মসজিদটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মশিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। এ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা