১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিএনপির শরবত বিতরণ

-

টঙ্গীতে প্রচণ্ড তাবদাহে তৃষ্ণার্ত মানুষের মধ্যে শরবত, পানি ও ক্যাপ বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি। গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন ব্যস্ততম এলাকায় খোলা ট্রাকে করে বিএনপি নেতারা পানি ও শরবত বিতরণ করেন। এ সময় তৃষ্ণার্ত পথচারী, অটোচালক, রিকশা ও ভ্যানচালক এবং গণপরিবহনের যাত্রীদেরকে বিএনপির শরবতের ট্রাকের সামনে হুমড়ি খেয়ে তৃষ্ণা মিটাতে দেখা গেছে।

বেলা ১টায় টঙ্গী স্টেশন রোড মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সরকার শাহনূর ইসলাম রনিও বিএনপি নেতাদের সাথে এ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল আলম, আলী আহমেদ টুকুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুপুরের প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে মাথায় ক্যাপ লাগিয়ে তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানীয় বিতরণ করেন।


আরো সংবাদ



premium cement