তজুমদ্দিনে আগুনে পুড়ল ১৩ দোকান
- তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ভোলার তজুমদ্দিনে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে তজুমদ্দিন ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে আসার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ক্ষতির পরিমাণ আরো অনেক কম হতো।
আগুনে পুড়ে যাওয়া হক স্টোরের মালিক লোকমান হোসেন বলেন, আমরা রাতে দোকান বন্ধ করে বাসায় চলে আসি। রাত ১২টায় ফরিদের গার্মেন্টস থেকে বিদ্যুতের আগুনে আমার দোকানসহ ১৩ দোকান পুড়ে যায়। এতে আমার প্রায় ৩০-৩৫ লাখ টাকা ক্ষতি হয়।
তজুমদ্দিন ফায়ার স্টেশনের সাব-অফিসার কামরুল ইসলাম জাকির বলেন, দোকান ঘরগুলো কাঠের ও টিনের হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা