বেনাপোলে ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
যশোরের বেনাপোল থানাধীন খলশী গ্রামে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের এক আভিযানিক দল বেনাপোলের খলশী গ্রামে বিশেষ অভিযানটি পরিচালনা করে। এ সময় ওই মাদক কারবারি কিছু বুঝে ওঠার আগেই পাকা রাস্তার পাশে একটি ধানি জমি থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে ধরা পড়ে। মাদক কারবারি মনিরুল খলশী গ্রামের বাজার পাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসান বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।