১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন : নয়া দিগন্ত -

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে বরিশাল সদর উপজেলার ১৩ প্রার্থী প্রচারণায় নেমেছেন। মঙ্গলবার প্রতীক পেয়েই বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার দিনভর বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম জাকির হোসেন, তিনি বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক। একইভাবে প্রচারণা করেন চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন (আনারস), মনিরুল ইসলাম ছবি (দোয়াত-কলম), মাহাবুবুর রহমান মধু (ঘোড়া) ও কাপ-পিরিচ প্রতীকের আব্দুল মালেক।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা), শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ (উড়োজাহাজ), হাদিস মীর (টিউবয়েল) ও মাহিদুর রহমান মাহাদ (বই) প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (হাঁস), মারিয়া আক্তার (ফুটবল) ও হালিমা বেগম (কলস) প্রতীকের প্রচারণায় নেমেছেন।
চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেন, এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করব। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি।
রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুল ইসলাম মুন্সী জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। প্রসঙ্গত আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল