১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান বাঁচতে চায়

-

‘জন্মের দুই মাস পর থেকে আমার ছেলে খেতে পারে না। সারা দিন কান্না করে। পুরো পৃথিবীতে একমাত্র আমার এই শিশুসন্তানটি বিরল ক্যান্সারে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা বন্ধের উপক্রম। আমার ছেলেটিরে আপনারা বাঁচান’ ডুকরে কেঁদে উঠে এসব কথা বললেন খাগড়াছড়ির রামগড় উপজেলার কালাডেবা এলাকার দিনমজুর মোহাম্মদ শাহজাহান।
চার মাস আগে শাহজাহান-ফারিয়া দম্পতির ঘরে জন্ম হয় সুলতানের। জন্মের দুই মাস পর সুলতানের দাঁতের মাড়িতে সাদা বোতাম আকৃতির ফোলাফোলা ভাব দেখা গেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। সেখানে তার অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা নামের ক্যান্সার ধরা পড়ে। এ বিরল রোগটি কোনো শিশুর ক্ষেত্রে এই প্রথম বলে ধারণা করছেন চিকিৎসকরা।
ক্যান্সার শনাক্তের প্রথমদিকে ধারদেনা করে চিকিৎসা শুরু করলেও বর্তমানে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য নেই বাবা শাহজাহানের। তিনি জানান, আমি একজন রাজমিস্ত্রি। দুই বেলা কাজ করে কোনো রকম খাবার জোগার করি। টাকার অভাবে আমার ছেলের চিকিৎসা বন্ধের উপক্রম। আমার ছেলের জন্য সবার কাছে সাহায্য চাই। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৮১৬০৫৩৪৭২ (নগদ) এবং ০১৮১৪৩৪২২৮৮ (বিকাশ)। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার- মোহাম্মদ শাহজাহান, অ্যাকাউন্ট নাম্বার ১৫০৩০১০০০৫৬৫৭, রূপালি ব্যাংক পিএলসি, রামগড় শাখা, খাগড়াছড়ি।


আরো সংবাদ



premium cement