বাবুগঞ্জের একটি ওয়ার্ডে উপনির্বাচন আজ
- বরিশাল ব্যুরো ও বাবুগঞ্জ সংবাদদাতা
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার হারুন অর রশিদ। এই ওয়ার্ডের একটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ ভোটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসারের ৪১ সদস্য কাজ করবে। এ ছাড়া তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি ১১ জানুয়ারি ওই ওয়ার্ডের সদস্য জাকির হোসেন মারা যান। এর পর ওয়ার্ডের শূন্যপদের নির্বাচনে তফসিল ঘোষণা হয়। নির্বাচনে দুইজন প্রার্থী খাজিদা বেগম (মোরগ) ও জামাল হোসেন (ফুটবল) অংশ নিয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯৯ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা