১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, মাস্টার নিখোঁজ

-

নোয়াখালী হাতিয়ার পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার ইসলাম চরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাহাজের ১১ নাবিক উদ্ধার হলেও মাস্টার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ডের হাতিয়া কন্টিনজেন কমান্ডার সেলিম মণ্ডল জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। সাগর খুবই উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। জাহাজে ১২ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১১ নাবিককে জেলেরা উদ্ধার করেছে। কিন্তু জাহাজের মাস্টার নিখোঁজ রয়েছেন। তার নাম জানাতে পারেননি তিনি। সেলিম মণ্ডল আরো বলেন, বেলা দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাস্টারকে উদ্ধারে অভিযান চলে। কিন্তু কোনো সন্ধান মিলেনি। অবশেষে আমরা ফিরে যাচ্ছি।


আরো সংবাদ



premium cement

সকল