চুয়েটের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৩
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক শাহ আমানত বাস সার্ভিসের চালক তাজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। গত তিন দিন ধরে ৯ দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের মুখে পুলিশ প্রশাসন গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরী থেকে বাস চালককে গ্রেফতার করেছে।
শিক্ষার্থীদের বাকি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।
গতকাল বুধবার ৯ দফা দাবির সাথে আরো এক দফা দাবি যোগ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে কটূক্তি করা হয়েছে এমন দাবিতে সুমন দে নামে চুয়েটের এক শিক্ষকেরও অপসারণ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা