১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সিংগাইরে সাংবাদিক পরিচয়দানকারীসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

-

মানিকগঞ্জের সিংগাইরে আনন্দ টিভির সাংবাদিক পরিচয়দানকারী মোশারফ মোল্লা ও জেটিভির (আইপি) আব্দুল গফুরের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত পরশ আলীর পুত্র এনামুল হক বাদি হয়ে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আদালতে এ মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত সিংগাইর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন বলে বাদিপক্ষের আইনজীবী অসীম কুমার বিশ্বাস জানিয়েছেন।
মামলার বাদি এনামুল হক বলেন, আমি একজন মৎস্য ব্যবসায়ী। আসামিরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। আমি প্রথমে থানায় অভিযোগ করি। থানা পুলিশ অভিযোগ না নিলে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করি।
মামলার আসামি মোশারফ মোল্লা বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে চাঁদা নেয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা। অপর দিকে, জেটিভির আব্দুল গফুর বলেন, আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি মিথ্যা ও বানোয়াট।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, মামলার কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement