দাউদকান্দিতে পুকুর থেকে মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:১২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিরপাড় কারি আজগর আলী মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাতের (১২) লাশ পাশের পুকুর থেকে গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার মুহতামিম আবু বক্কর সিদ্দিক জানান, নুসরাত রাতে অন্যান্য ছাত্রীর সাথে রুমেই ছিল। ছাত্রীদের দেখাশোনা করার জন্য মহিলা শিক্ষিকা দায়িত্বে ছিলেন। দু’জন মহিলা শিক্ষিকাকে জিজ্ঞেস করার জন্য পুলিশ ফাড়িতে নেয়া হয়েছে বলে পুলিশ ইন্সপেক্টর শহিদুল্লাহ প্রধান নিশ্চিত করেন।
তিনি জানান, নুসরাতের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। নুসরাতের বাড়ি তিতাস উপজেলার হাইধন কান্দি এবং সে প্রবাসী রবিউল ইসলামের মেয়ে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা