১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেরপুরে পেশাজীবীদের মধ্যে গাছের চারা বিতরণ

-

‘গাছ লাগান জীবন বাঁচান’ এ সেøাগানে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার সকালে শ্রমজীবী মানুষের মধ্যে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে। প্রচণ্ড তাপদাহে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউর করিমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বন বিভাগের কর্মকর্তারা।
নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, বনভূমি ধ্বংস করে নির্মাণ হচ্ছে বাসস্থান। এতে পানিদূষণ ও বায়ুদূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে। তাই বিভিন্ন জায়গায় দুইশ’ পানির বোতল ও দুইশ’ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সরকারিভাবেও এ উপজেলায় গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement