মুখ থুবড়ে পড়ে আছে ঘোড়াঘাটের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র
- ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কলেজপাড়া উপজাতি জনগোষ্ঠীর মানোন্নয়নে বঙ্গবন্ধু তাঁত প্রশিক্ষণ কেন্দ্রটি সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ে আছে।
২০২০ সালে শেষের দিকে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি ডাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়। কেন্দ্রটিতে শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করে উপজাতি জনগোষ্ঠীর কর্মসংস্থান করা হয়েছিল। বর্তমানে সঠিক তদারকির অভাবে প্রশিক্ষণ কেন্দ্রটি বিলুপ্তির পথে। দীর্ঘদিন থেকে কেন্দ্রটি বন্ধ থাকায় কারখানার অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। কিছু কিছু যন্ত্র অকেজো হয়ে পড়ছে। তা দেখার কেউ নেই। এলাকাবাসী কেন্দ্রটি সচল করে উপজাতি জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও দেশের অর্থ রক্ষা করার দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা