১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঐতিহ্যবাহী ফোড়কার পাড় পুকুরে মাছ ধরা উৎসব

ঐতিহ্যবাহী ফোড়কার পাড় পুকুরে মাছ ধরা উৎসব : নয়া দিগন্ত -

ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের মতো এ বছরও শরীয়তপুরের ডামুড্যা ফোরকার পাড় দীঘিতে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন এলাকার শতাধিক জেলে গান ও ছন্দের তালে তালে মাছধরা উৎসবে মেতে উঠেন। জেলেদেরে মাছ ধরার এমন দৃশ্য উপভোগ করতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফোরকার পাড় দীঘির চারপাশে ভিড় করে দুই হাজারেরও বেশি দর্শনার্থী ও ক্রেতা।
স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও মাছধরা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের শুতলকাঠি গ্রামের ফোরকার পাড় দীঘিতে প্রথমে এমন আয়োজন করে মাছ ধরার শুরুটা কে বা কারা করেছিলেন, তা কেউ সঠিকভাবে বলতে না পারলেও স্থানীয় বয়োজেষ্ঠ্যদের ভাষ্য মতে শতাধিক বছরের বেশি সময় ধরে এভাবেই এই দীঘিতে মাছ ধরা হয়। প্রতি বছরের মতো এ বছরও পুকুরের ৩২ জন মালিক ও মাছ ধরা আয়োজক কমিটি মাছ ধরার সময় নির্ধারণ হওয়ার পরে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলার ১১১ জন জেলে আয়োজক কমিটির নিয়ম মেনে মাছ ধরার জন্য দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা মূল্যের টিকিট ক্রয় করেন। এরপর শনিবার সকাল থেকে একসাথে ঝাকি জালের মাধ্যমে মাছ ধরা শুরু করেন জেলেরা। মাছ ধরে বিক্রির এমন উৎসবকে কেন্দ্র করে পুকুরের এক প্রান্তে বসে অস্থায়ী মেলা।
৭০ ঊর্ধ্ব স্থানীয় ইয়াকুব আলী মিয়া বলেন, দীঘিটির বয়স ২০০ বছর। এ দীঘিতে আমার বাবা ও দাদা মাছ শিকার করেছেন। যৌবনে আমিও উৎসব করে মাছ শিকার করেছি।
মাছ ধরা আয়োজক কমিটির প্রধান বিল্লাল হোসেন বলেন, ফোড়কার পাড়ের এই দীঘি থেকে মাছ শিকারের বিষয়টি ২০০ বছরের ঐতিহ্য। আমরা প্রতি বছর একই দিনে, একই সময়ে মাছ ধরার আয়োজন করে থাকি। অনেক দূরদূরান্ত থেকে জেলে ও দর্শনার্থী এখানে আসেন। বর্তমান প্রজন্ম হয়তো কিছুদিন পড়ে ভুলেই যাবে পুকুর থেকে মাছ ধরা যায়। এভাবে মাছ শিকারের বিষয়টি পরবর্তী প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্যকে বয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। আগামী বছর এই আয়োজনকে আরো সমৃদ্ধ করব ইনশা আল্লাহ।
কনেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু বলেন, ফোড়কার পাড়ের দীঘির মাছ শিকারের এই ঐতিহ্যকে ধরে রাখায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল