১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

মিরসরাইয়ে চেয়ারম্যান প্রার্থী নয়নের সম্পদ বেশি

-

আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সম্পদ এনায়েত হোসেন নয়নের। তার সম্পদের পরিমাণ প্রায় ছয় কোটি টাকা। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। অন্যদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী উত্তর জেলা লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ টাকার মতো। নির্বাচন কমিশনে জমা দেয়া তাদের হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাইফুল ইসলামের সম্পদ সবচেয়ে বেশি। তার মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সম্পদের পরিমাণ অনেক কম।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, কমিশনে তার দাখিলকৃত হলফনামা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের সম্পদ ছয় কোটি টাকার বেশি। আরেক চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের ব্যবসায়িক খাতে সাড়ে তিন লাখ, নগদ ১৪ লাখ ও স্বর্ণালঙ্কারসহ স্থাবর-অস্থাবর সম্পদ সর্বসাকুল্যে ২৮ লাখ টাকা। চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন আরিফের সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা, সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টি উত্তম কুমার শর্মার সম্পদ প্রায় এক কোটি টাকা। নুরুল মোস্তফার সম্পদের অর্থমূল্য প্রায় ২০ লাখ টাকা। বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বলে হলফ নামায় উল্লেখ করেন।
ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলামের সম্পদ সর্বসাকুল্যে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দেখানো হয়েছে। সালাহউদ্দিন আহমেদ দেখিয়েছেন পাঁচ কোটি টাকা।
শেখ সেলিম দেখিয়েছেন দুই কোটি টাকা। আরেক চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খোকন হলফনামায় সম্পদ দেখিয়েছেন প্রায় সাত লাখ টাকা।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ইসমত আরা ফেন্সীর সম্পদ ৩৬ লাখ টাকা। উম্মে কুলসুম কলির প্রায় ২৬ লাখ টাকা। বিবি কুলসুম চম্পা দেখিয়েছেন ১০ লাখ টাকার সম্পদ।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল