১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে রেনু ও পোনা মাছ নিধনের মহোৎসব

-

পিরোজপুরের কাউখালীতে বিশেষ ধরণের ছোট ফাঁসের জাল, চর গড়া, বেড় জাল দিয়ে অবাধে নিধন করা হচ্ছে মাছে রেনু ও পোনা মাছ। দেখলে মনে হয়, এ যেন পোনা মাছ নিধনের মহোৎসব চলছে।
সরকারি নিয়ম নীতিমালার তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় উপজেলার কচা, সন্ধ্যা, কালিগঙ্গা, গাবখান ও চিরাপাড়া নদী এবং নদীগুলোর শাখা-প্রশাখায় জেলেরা অবাধে দেশীয় প্রজাতির মাছের রেনু ও পোনা ধ্বংস করে চলেছে। ইতোপূর্বে এসব রেনু ও পোনা মাছ নিধন করলেও সেসব হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি করতে দেখা যেত না। রাতে আঁধারে তারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতো।
কিন্তু এখন তারা হাট-বাজারে প্রকাশ্যে দেশীয় ছোট গুড়া মাছ ও ইলিশের পোনা বিক্রি করছে। প্রশাসনও কিছু বলছে না। স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, কম্বো অভিযানের জন্য টাকা বরাদ্দ থাকলেও অভিযানের বিষয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, যেসব নদ-নদী থেকে অসাধু জেলেরা পোনা ও রেনু নিধন করছে, সেসব নদ-নদী থেকে দেশীয় প্রজাতির মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাবে। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষ আমিষ থেকে বঞ্চিত হবে। সেই সাথে পুষ্টিহীনতায় ভুগবে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মনিটরিং ও সচেতনতা বৃদ্ধি করেও ছোট মাছ ও পোনা মাছ ধরা ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। আমাদের অভিযানে আরো কঠোরতা আনতে হবে।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল