৪ দিনের আনন্দভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
মফস্বলে বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পত্রিকা ২১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সাংবাদিক ও কলাকুশলীদের নিয়ে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে চার দিনের এক আনন্দ ভ্রমণ, প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত শনিবার রাতে সম্পন্ন হয়েছে। গত শনিবার কক্সবাজারের হোটেল কোস্টাল পীসের হলরুমে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়ো গ্রুপ ও বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: লিয়াকত উল্যা।
সাপ্তাহিক চৌদ্দগ্রামের প্রধান সম্পাদক এম ইউসুফের সভাপতিত্বে, সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক সবুজ, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন, হোটেল ওশান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম। এর আগে কর্মশালায় অনলাইন সাংবাদিকতা বিষয়ে সাংবাদিক এম মোশাররফ হোসাইন ও মফস্বল সাংবাদিকতায় নৈতিকতার গুরুত্ব বিষয়ে পত্রিকার প্রধান সম্পাদক এম ইউসুফ প্রশিক্ষণ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এমদাদ উল্লাহ, চিফ রিপোর্টার হাসান মুহা: জহির, স্টাফ রিপোর্টার ফরিদ আহম্মেদ ভুঁইয়া, এম এ কাদের, ঢাকা ব্যুরো চিফ এএফএম রাসেল পাটোয়ারি, স্টাফ রিপোর্টার আহসান উল্লাহ, হোসাইন মামুন, এম এ আলম, জহিরুল ইসলাম সুমন, মাঈন উদ্দিন মাসুদ, শাহীন আলম প্রমুখ।