০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


চৌগাছার মর্জাদ বাঁওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

-

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মর্জাদ বাঁওড়ে এই নৌকাবাইচ হয়। প্রতি বছরের মতো মির্জাপুর যুব সঙ্ঘ ক্লাবের উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে এ নৌকাবাইচ হয়। এতে সভাপতিত্ব করেন জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: তৌহিদুজ্জামান তুহিন। মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা: তৌহিদুজ্জামান তুহিন। এ বছর বিজয়ীদের মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়েছে। প্রতিযোগিতায় ১৮টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। ছয়জন বিশিষ্ট দলে প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে পরিতোষ বাবুর দলকে ২০ হাজার, ২য় পুরস্কার হিসেবে রবিনের দলকে ১৫ হাজার ও ৩য় পুরস্কার হিসেবে বিপুল বিশ্বাসের দলকে ১০ হাজার টাকা উপহার দেয়া হয়। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী দলকে নগদ এক হাজার টাকা করে সান্ত্বনা পুস্কার প্রদান করা হয়। চৌগাছা (যশোর) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement