বড়াইগ্রামে স্বামী-স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করার অভিযোগ
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ০০:০৫
নাটোরের বড়াইগ্রামে নিজের জমিতে বেড়া দেয়ার ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানকে পিটিয়ে জখম করেছে তার প্রতিপক্ষ। গত শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন- আহসান হাবীব, তার স্ত্রী সাহারা বানু ও ছেলে সাদিকুল ইসলাম।
আহত আহসান হাবীব জানান, প্রতিবেশী সুব্রত হালদারের ছাগল তার জমির পটোল গাছ খেয়ে নষ্ট করে। এ কারণে তিনি জমির চারপাশে বেড়া দিতে নিজেদের সাজনা গাছের ডাল দিয়ে খুঁটি পুঁতেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুব্রত হালদার বলেন, তারা আমাদের ঘরের পাশ দিয়ে সাজনা ডালের বেড়া দিচ্ছে। ভবিষ্যতে সাজনা গাছে পোকা হলে সেগুলো আমাদের ঘরে ঢুকতে পারে। এ কারণে তাদেরকে বেড়া দিতে বারণ করি। এ সময় দুই পক্ষে ধস্তাধস্তি হলেও মারপিটের অভিযোগ সঠিক নয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা