১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী

৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্ল্যান্ট
-

এক দিকে গরম আর অন্য দিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ এখন ভোলাবাসী। দিনে ও রাতে বিদ্যুতের এমন অবস্থায় বিপর্যস্ত জনজীবন। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি কারখানার মালিকরা।
এ দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তিন মাস ধরে সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রেন্টাল পাওয়ার প্লান্ট মেশিনটি বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। রেন্টাল কর্তৃপক্ষ বলছে বিষয়টির সমাধানের ব্যাপারে প্রচেষ্টা চলছে।
জানা গেছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে কখনো ৩৮ ডিগ্রি কখনো বা ৩৭ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে উপকূলীয় জেলা ভোলায়। লোডশেডিংয়ের কারণে এক দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট বড় ব্যবসায়ী, অন্য দিকে চরম দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ।
ভোলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ফর ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) কোম্পানি লি. ও পল্লী বিদ্যুতের সমিতির আওতায় জেলার সাতটি উপজেলায় মোট পাঁচ লাখেরও অধিক গ্রাহক রয়েছে। চাহিদার বিপরীতে সরবরাহ দিতে না পারায় ভোগান্তিতে গ্রাহকরা। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: ইউনুস জানান, চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।
তিনি বলেন, ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ৮০ হাজার গ্রাহকের চাহিদা ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ২২ মেগাওয়াট। এ জেলায় যদি গ্রিড সাবস্টেশন করা যেতো, তা হলে এমন সমস্যা থাকতো না।
ভোলার ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো: হাফিজুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেশিন সমস্যা হচ্ছে। আশা করি, আগামী ৬ মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
এ দিকে দ্বীপজেলা গ্রিড সাবস্টেশন স্থাপন হলে বিদ্যুতের এ সমস্যা অনেকাংশে কমে যাবে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান চান ভোলাবাসী।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল