১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিচারের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর

-

রাজবাড়ীর গোয়ালন্দে জমাজমির দ্বন্দ্বের জের ধরে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই কন্যাসন্তানকে মারধর করা হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে নাজমা বেগম নামে ওই মহিলা গোয়ালন্দ ঘাট থানা ও রাজবাড়ী পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন।
এ দিকে ঘটনাটি প্রায় এক মাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে। গ্রেফতার না করায় নাজমা বেগম গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রমজান মাতুব্বর পাড়ায় তার বাবার বাড়ি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। নাজমা বেগম গোয়ালন্দ উপজেলার উজানচর ৮নং ওয়ার্ড হাবিল মণ্ডলপাড়ার সৌদি আরব প্রবাসী ইউনুছ শেখের স্ত্রী।
মানববন্ধনে নাজমা বেগম বলেন, থানায় অভিযোগ দেয়ার পর এক মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে। কিন্তু পুলিশ আসামিদের কাউকেই গ্রেফতার করছে না। এ দিকে হোমেশ ও তার লোকজন আমাকে ও আমার আট বছরের ছেলেকে মেরে গুম করার হুমকি দিচ্ছে। এ দিকে হোমেশ শেখ বলেন, নাজমার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দিয়েছি। নাজমা আমাকে মাদক কারবারি হিসেবে পুলিশে ধরিয়ে দেয়ার ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নাজমার হাত থেকে মুক্তি চাই।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দুই পক্ষই থানায় ও কোর্টে মামলা করেছে। হোমেশ শেখ নামে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। মামলার অধিকতর তদন্ত করা হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement