ঘুরে দাঁড়াচ্ছেন বৃদ্ধ ভিক্ষুক সুমসিয়া বেগম
- ২০ এপ্রিল ২০২৪, ০২:০৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমাজসেবা কার্যালয়ের পুনবার্সনের আওতায় ৩টি ভেড়া, ১০টি হাঁস ও নগদ এক হাজার টাকা সহযোগিতা পেয়ে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বৃদ্ধা ভিক্ষুক সুমসিয়া বেগম। তিনি দোয়ারাবাজার সদরের পশ্চিম মাছিমপুর গ্রামের মৃত সানুর মিয়ার স্ত্রী। সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ গত বৃহস্পতিবার দোয়ারাবাজার সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পুনর্বাসনের সহায়তায় এই ভেড়া, হাস ও নগদ অর্থ সুবিধাভোগী সুমসিয়া বেগমের হাতে তুলে দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী প্রমুখ। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা