সোনারগাঁওয়ে বাড়ির মালিক ও ছেলেকে পিটিয়ে জখম
মহিলা ভাড়াটিয়ার শ্লীলতাহানি- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে এক বাড়ির মালিক ও তার ছেলেকে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁও পৌরসভার পুরনো টিপরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এ সময় সন্ত্রাসীরা ওই বাড়ির মালিকের কাছ থেকে ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয় ও ভাড়াটিয়া এক মহিলাকে টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি করে। এই ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এলাকায় স্থানীয় তাজপুর গ্রামের সমাজসেবক রমজান আলীর একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে ১০টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। গত ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক রমজান আলী ওই বাড়িতে ভাড়া তুলতে এলে স্থানীয় মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নাঈম, সোহেল, পায়েল, হাবিব, মেহেদুল, রিফাত, সেলিম ও গোলাপ মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়িতে ঢুকে বাড়ির মালিক রমজান আলীকে পিটিয়ে আহত করে এবং তার পাঞ্জাবি ছিঁড়ে পকেট থেকে ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। সঙ্গবদ্ধ দলের লোকজন প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছে আরো পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ওই বাড়ির এক ভাড়াটিয়া মহিলাকে টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি করে এবং তার ঘরের ভেতরের সুকেশ ভেঙে আরো ১০ হাজার টাকা নিয়ে যায়। পর দিন ১৪ এপ্রিল রোববার সকালে রমজান আলীর ছেলে আল আমিনকেও ওই সঙ্গবদ্ধ দলের লোকজন পিটিয়ে আহত করে। এ সময় তাকে থানায় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে শাসিয়ে যায়।
এই ঘটনায় বাড়ির মালিক রমজান আলী গত সোমবার বাদি হয়ে সোনারগাঁ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা