গফরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর নারীর লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের দুই দিন পর স্থানীয় বিল থেকে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের একটি বিলে কাদাজল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত মিলন রানী দে (৬৫) রৌহা এলাকায় একমাত্র মেয়ের সাথে থাকতেন। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে তার মেয়ে পুলিশকে জানিয়েছেন। তিনি গফরগাঁও উপজেলার শিলাসী কালিবাড়ি গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী। তিনি এক মেয়ের মা ছিলেন।
নিহত নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিলন রানী দে মেয়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। গত রোববার সকালে গ্রামের লোকজন রৌহা গ্রামের একটি বিলের কাদাজলে অজ্ঞাত নারীর লাশ পড়ে দেখতে পান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা