দর্শনা রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৮
চুয়াডাঙ্গায় দর্শনা স্টেশনের রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। দর্শনা হল্ট জিআরপি পুলিশ গতকাল মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।
দর্শনার রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, আগের দিন রাত ১১টা ১২ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের কাত্তিক হালদারের ছেলে দিপক হালদার (২৮) মোটরসাইকেলে করে তার সহকর্মীদের নিয়ে দর্শনা হল্ট স্টেশনে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে হল্ট স্টেশনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে দর্শনা হল্ট স্টেশনের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।
দর্শনা হল্ট স্টেশন জিআরপি, আইসি, মো: আতাউর রহমান জানান, দর্শনা থেকে প্রায় ৩৫ কি. মিটার দূর মুজিবনগর থেকে এসে এখানে কেনো ট্রেনের ধাক্কায় দিপকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত না করে কিছু বলা যাবে না, তবে কিছুটা রহস্য থাকতে পারে। তিনি জানান একটি মোটরসাইকেল দর্শনা থানা পুলিশ উদ্ধার করেছে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা