লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৪
লক্ষ্মীপুরে গভীর রাতে জোৎসনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ ও তার স্বামী আলাউদ্দিনকে (৩৬) কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই জোৎসনার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী আলাউদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। আহত আলাউদ্দিন ওই বাড়ির মৃত শাহ আলমের ছেলে। এ হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন, সিরাজ, মাহফুজ ও নিজাম।
আহত আলাউদ্দিনের মামা নুরুল হক ও স্বজনরা জানান, আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে নেয় অভিযুক্ত সিরাজ। সম্প্রতি পুকুরে আবারো পানি নিষ্কাশনের জন্য সেচপাম্প বসালে বাড়িঘর পুকুরে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। এজন্য বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের দ্বন্দ্বের সূত্রপাত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা