রানীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ১৬ এপ্রিল ২০২৪, ০০:৫২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার খঞ্জনা এলাকার কুলিক নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলীর মেয়ে তসলিমা (৮)। নিহত তসলিমা গতকাল দিনাজপুর থেকে রাণীশংকৈল খঞ্জনা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে আট বছর বয়সী তসলিমা। রোববার দুপুরের দিকে পাশের বাড়ির ইয়াসমিনের সঙ্গে বাড়ির পাশের নদীতে সবার অগোচরে গোসল করতে নামে। এরপর তারা আর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তারা নদীর পানিতে তাদের ভাসমান লাশ দেখতে পায়।
রানীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা