১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রৌমারীতে ১৭১৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

-

কুড়িগ্রামের রৌমারীতে একাধিক মামলার আসামি এনামুল হক নামের এক মাদক কারবারিকে ১৭১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনামুল হক রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
ইয়াবার ট্যাবলেটগুলো একটি প্লাস্টিকের ছোট কৌটায় ৯টি নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত ছিল। প্যাকেটগুলোর আটটিতে ২০০ পিচ ও একটিতে ১১৫ পিছ ইয়াবা রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রৌমারী থানার ওসি আবদুল্লা হিল জামান। তার সাথে ওসি (তদন্ত) মোশাহেদ খান, এসআই শফিকুল, জাহিদুল ইসলাম, কনস্টেবল শফিউর ও উজ্জল অভিযানে অংশ নেন।
এ বিষয়ে রৌমারী থানার ওসি আবদুল্লা হিল জামান জানান, গ্রেফতার এনামুল হককে মাদকদ্রব্য আইনে মামলা করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement