১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অক্সিজেন সঙ্কটে ভেসে উঠছে মাথাভাঙ্গা নদীর মাছ

-

পানিতে অক্সিজেন সঙ্কটের কারণে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর মাছ মরে ভেসে উঠেছে। গভীর রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত মৃত মাছের সাথে জীবিত মাছও নদীর উপরিভাগে ভেসে উঠে আসতে থাকে। প্রাথমিক তদন্ত ও পর্যবেক্ষণে অক্সিজেন সঙ্কটকে কারণ হিসেবে উল্লেখ করছেন মৎস্য কর্মকর্তারা।
চুয়াডাঙ্গার শহরের মাথাভাঙ্গা ব্রিজের কাছে প্রায় এক কিলোমিটার বরাবর নদীতে মাছ ভাসতে দেখা যায়। মাছ ভেসে ওঠার খবরে স্থানীয়রা ছুটে আসে মাছ ধরতে। গভীর রাত থেকে শত শত মানুষ এসে নদীতে মাছ ধরতে থাকেন। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা ঘঠনাস্থলে গিয়ে নদীর পানি পরীক্ষা করেন এবং পানিতে অক্সিজেনের পরিমাণ মাছ বেঁচে থাকার জন্য পর্যাপ্ত নয় বলে জানান।
চুয়াডাঙ্গা জেলা মৎস কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, আমরা সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকার নদীর পানির প্যারামিটার পরীক্ষা-নিরীক্ষা করি। এ সময় আমরা দেখতে পাই, পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকার মাত্রা এক দশমিক ৪৫ পিপিএম, পানির পিএইচ ৭ দশমিক ০, পানির টিডিএস ০ দশমিক ৩৬ পিপিএম এবং অ্যামোনিয়া ০ দশমিক ৫০ পিপিএম। অন্য দিকে পানির তাপমাত্রা পাওয়া যায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানিতে অক্সিজেনের পরিমাণ সর্বনিম্ন ৩ দশমিক ৫ পিপিএম থাকা জরুরি। এর নিচে এলে তা মাছের জীবন ধারণের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাপের উচ্চমাত্রা এবং পানিতে অক্সিজেন স্বল্পতার কারণেই মূলত মাছ মারা যাচ্ছে। তা ছাড়া নদীর পানিতে প্রচুর জীবাণু ও তলদেশে ময়লা আবর্জনা থাকায় মাছের জন্য তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন! দামেস্কে কবে দূতাবাস খোলা হবে জানালো তুরস্ক

সকল