রাজবাড়ীতে হারানো ১১১ মোবাইল উদ্ধার
- রাজবাড়ী প্রতিনিধি
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
রাজবাড়ী থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১১১টি মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
এ ছাড়া পুলিশ সুপার আরো জানান, ২০২২-২৩ ও চলতি বছরে রাজবাড়ী জেলা পুলিশ এক হাজার ১৪টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপর্স) মুকিত সরকার, জেলা বিশেষ শাখার ডি আই ও -১ বিপ্লব কুমার দত্ত চৌধুরীসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রাজবাড়ীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১১টি মোবাইল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পুলিশ আরো জানায়, এ কাজ অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা