গলাচিপায় ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি রোগীরা ভোগান্তিতে
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
অত্যধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় গলাচিপা উপজেলায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ বাড়ে, যার ব্যতিক্রম ঘটেনি এ বছরও। উপজেলা সদরের ৫০ শয্যার একমাত্র হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক রোগী। প্রতি দিনই গড়ে ১৫-২০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। ফলে রোগীর চাপ সামলাতে চিকিৎসক-নার্সদের হিমশিম খেতে হচ্ছে। ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় তিল পরিমাণ ঠাঁই নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে শতাধিক রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা ৬৬ জন। শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ভর্তি হয়েছে ৬ জন। প্রতিদিন গড়ে ১৫-২০ জন ডায়রিয়া আক্রান্ত নতুন রোগী ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে দেড় শতাধিক। এ ছাড়া হাসপাতালের আউটডোর থেকে চিকিৎসা নিয়েছে আরো বেশ কিছু রোগী। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। এ ছাড়া, নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, এমন রোগীর সংখ্যাও কম নয়। ডায়রিয়া রোগীদের জন্য নির্দিষ্ট সংখ্যক শয্যা নির্ধারিত থাকলেও রোগী রয়েছে তার ৩-৪ গুণ। ফলে বাধ্য হয়ে বহু রোগী মেঝে কিংবা বারান্দায় ঠাঁই নিয়েছে।