১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

-

বরিশাল সরকারি বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো: মোয়াজ্জেম হোসাইনের লেখা দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন হাদিস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের সভাপতি অধ্যাপক মো: নূরুল হক। প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. খা. মো: আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: নুরুল আমিন, বরিশাল সরকারি মহিলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান আ জ ম হাবিবুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক অধ্যাপক মো: নূরুজ্জামান, অমৃত লাল দে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক।
প্রকাশিত বই দু’টি হলো- কুরআনের আলোকে করণীয়, বর্জনীয় ও আত্মশুদ্ধির নির্দেশনা এবং দ্য আইডেন্টিটি অব দ্য প্রফেট মুহাম্মদ সা: ইন দ্য লাইট অব আল কুরআন অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়ার্ক।


আরো সংবাদ



premium cement