বকশীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত কারায় বখাটে গ্রেফতার
- জামালপুর প্রতিনিধি
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
জামালপুরের বকশীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত কারার অভিযোগে সোবাহান মিয়া (৩৫) নামে বখাটেকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সকালে শহরের উত্তর বাজার (কামারপট্টি) থেকে তাকে গ্রেফতার করা হয়। বখাটে ওই যুবক পৌর এলাকার উত্তর বাজারের (কামারপট্টি) আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, সোবাহান মিয়া নামের বখাটে দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে তার আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই স্কুলছাত্রী তার বান্ধবীর সাথে কামারপট্টি এলাকায় এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় তাকে শারীরিকভাবে উত্ত্যক্ত করে ওই বখাটে। এ সময় মেয়েটির বান্ধবী দৌড়ে গিয়ে ওই শিক্ষককে জানালে ওই শিক্ষক ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় বাদি হয়ে বখাটে সোবাহান মিয়ার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। বকশীগঞ্জ থানার ওসি আহাদ খান বলেন, ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে কামারপট্টি এলাকা থেকে সোবহানকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা