১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন ২০২৪

পোরশায় ভাইস চেয়ারম্যান পদে ডজনের অধিক সম্ভাব্য প্রার্থীর প্রচারণা

-

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে ডজনেরও বেশি পুরুষ ও নারী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচারণা ও পোস্টার টাঙানোর মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন উপজেলার জনগণকে। তবে নির্বাচনী জামানতের পরিমান ৭৫ হাজার টাকা করায় প্রার্থীদের কেউ কেউ নড়ে চড়ে বসছেন আবার অনেকে নির্বাচনী মাঠে না-ও থাকতে পরেন বলে ধারণা করা হচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় প্রার্থীদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য এবং অনেকে বয়সে তরুণ। পুরো রমজানেও তারা দিন রাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ উপজেলায় ৬ ইউনিয়নের সর্বশেষ তথ্যানুযায়ী ভোটার সংখ্যা প্রায় এক লাখ ৮ হাজার। বর্তমান ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক কাজীবুল ইসলাম। এবারেও তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে জানিয়েছেন। বর্তমান যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরেসোরে।
সাবেক ছাত্র নেতা তৈয়ব আলী নির্বাচনে অংশ নিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। করেছেন পোস্টারিংও। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখে বেশ পরিচিতি লাভ করেছেন। উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সহসভাপতি মহেন্দ্র পাহান ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচারণায় মাঠে রয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম আওয়ামী রাজনীতির সদস্য। মাঠে রয়েছেন তারা দু’জনই।
এ ছাড়াও প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত নেতা সাগর আলী, যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা মহশীন আলী, ছাত্রলীগ নেতা মাইমুল ইসলাম শাহ্, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোজাম্মেল হক ও সমাজসেবক মাসুম বিল্লাহ।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা লীগ সভাপতি নাসিমা বেগম, সাধারণ সম্পাদক অনামিকা সুইটি, যুব মহিলা লীগ সাধরণ সম্পাদক নিলুফা ইয়াসমীন, মহিলা লীগ নেত্রী শরিফা বেগম ও ফাতেমা খাতুন নিজ নিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement