রামগতিতে অগ্নিকাণ্ড ১০ লাখ টাকার ক্ষতি
- রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
রামগতিতে অগ্নিকাণ্ডে মালামালসহ পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার সকালে রামগতি উপজেলা পরিষদ সংলগ্ন দুদামিয়াদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ঘরমালিকরা দাবি করছেন।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ঘরমালিক সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে আবদুল মতিনের ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবদুল মতিন, নুরুল ইসলাম, হাজেরা বেগম, দিদার উদ্দিন, জামাল উদ্দিনসহ পাঁচটি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা