স্কুল নির্মাণের দোহাই দিয়ে টিলা কাটছেন ইউপি চেয়ারম্যান
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দোহাই দিয়ে প্রায় ৫০ ফুট উঁচু একটি টিলা কাটছেন ইউপি চেয়ারম্যান সোনা মিয়া। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর এলাকায় অবস্থিত টিলাটি কেটে মাটি সরিয়ে নেয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রসুলপুর সরকারি আবাসন এলাকার দক্ষিণে একটি কৃষিজমির পাশে প্রায় ৫০ ফুট উঁচু টিলাটির অবস্থান। মাঝারি একটি খননযন্ত্র দিয়ে টিলার পাদদেশ থেকে মাটি কাটা হচ্ছে। এই মাটি কয়েকটি পিকআপে করে সরিয়ে নেয়া হচ্ছে। পিকআপ চলাচলের জন্য একটি নতুন সড়কও তৈরি করা হয়েছে। পাশেই মাটি কেটে করা হয়েছে নতুন রাস্তা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, স্কুল নির্মাণের কথা বলে স্থানীয় হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া দিন দুপুরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন।
ইয়াছিন মিয়া নামের এক ব্যক্তি জানান, টিলা কেটে এখানে একটি স্কুল করা হবে বলে শুনেছি। আমার এক আত্মীয় এখান থেকে মাটি কিনেছেন তার একটি ডোবা ভরাট করার জন্য। আমি পুরো বিষয়টি তদারকি করছি।
এ বিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া বলেন, ‘রসুলপুর গ্রামেন মানুষদের দীর্ঘদিনের দাবি এখানে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। তাই আমার ব্যক্তিগত ৮৮ শতক (প্রায় ৩ বিঘা) কৃষি জমিতে মায়ের নামে একটি বিদ্যালয় করছি। এ জন্যই পার্শবর্তী টিলার কিছু অংশ কাটতে হচ্ছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। মানুষের কল্যাণে নিজের জায়গায় এবং নিজ অর্থে বিদ্যালয়টি করছি। এখানে কোনো লুকোচুরি নেই।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, প্রথমত টিলা কেটে বিদ্যালয় করতে আমি কাউকে অনুমতি দিইনি। ব্যক্তিগত কৃষি জমি হলেও সেখানে পাহাড় বা টিলা থাকলে পরিবেশ রক্ষার স্বার্থে তা কাটার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখতে ভূমি কর্মকর্তা ও তহশিলদারকে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা