নড়াইলে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে রেডক্রিসেন্টের ইফতার সামগ্রী বিতরণ
- নড়াইল প্রতিনিধি
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
নড়াইলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট। জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় সোমবার সকালে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নড়াইল ইউনিটের পক্ষ থেকে ১০০ ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- এক কেজি করে খেজুর, সয়াবিন তেল, চিনি, লবণ, মুড়ি, ছোলা, সুজি, হাফ কেজি বেসন ও দুই প্যাকেট সেমাই।
এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সহ-সভাপতি রওশন আরা কবির লিলি, সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রাবেয়া ইউসুফ, পৌর কাউন্সিলর রেজাউল বিশ^াসসহ অনেকে। অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সহযোগিতা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা