১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গ্রাহকদের দুর্ভোগ চরমে

নোয়াখালীতে ভয়াবহ লোডশেডিং

-

নোয়াখালীতে ভয়াবহ লোড শেডিংয়ের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ৫-৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ থাকছে না। এতে রোজাদার মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর উপজেলায় নোয়াখালী পল্লী বিদ্যুতের ছয় লক্ষাধিক গ্রাহক রয়েছে। এসব গ্রাহক লোডশেডিংয়ের যাঁতাকলে পড়ে ইফতার, তারাবি, সাহরির সময় নিদারুণ কষ্ট করছেন।
এ দিকে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ডেল্টা জুট মিল, বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী ও নোয়াখালী বিসিক শিল্প নগরীসহ জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট বড় তিন শতাধিক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। বিদ্যুৎ সরবরাহের বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে মোবাইলে কথা বলতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।
বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, বিদ্যুৎ সঙ্কটে পড়ে কলকারখানাগুলো বন্ধ হওয়ার পথে। এমনকি ইফতার, তারাবি ও সাহরির সময়ও বিদ্যুৎ থাকছে না।
এ ব্যাপারে নোয়াখালী পিডিবির নির্বাহী প্রকৌশলী হাসিবুল বাহার বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ৫০-৬০ ভাগ লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। চাহিদার বিপরীতে অর্ধেক, কখনো বা তার চেয়েও কম সরবরাহ পাওয়া যাচ্ছে।


আরো সংবাদ



premium cement