১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়া লামা ও আলীকদমে ক্ষতিকর তামাক চাষ

সরকারি সার ও সেচড্রেইনের সুবিধা নিচ্ছে চাষিরা
সুরাতপুর-মানিকপুর ও মাতামুহুরি নদীর চরে তামাক চাষ : নয়া দিগন্ত -

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও পরিবেশ বিধ্বংসী তামাক চাষ ছড়িয়ে পড়ছে চকরিয়া ও পার্বত্য লামা-আলীকদম উপজেলায়। যে দিকে চোখ যায় শুধু তামাক আর তামাক চাষ। প্রশাসন, পরিবেশবাদী কোনো সংগঠন কিংবা বন বিভাগ কোনো বাধা না দেয়ায় এবার তামাক চাষের পরিধি বাড়িয়েছেন চাষিরা।
টোব্যাকো কোম্পানিগুলোর লোভনীয় প্রতিশ্রুতি পেয়ে তামাক চাষিরা এবার শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ থেকে শুরু করে বসতবাড়ির আঙিনা, মাতামুহুরি নদীর চর, সরকারি বন বিভাগের খাস জমিতেও তামাক চাষ করেছে। চলতি বছর চকরিয়া এবং পার্বত্য লামা ও আলীকদম উপজেলার বোরো ও রবি ফসলের আবাদযোগ্য বেশির ভাগ জমিতে তামাক চাষ হয়েছে।
এ দিকে, উপজেলাগুলোতে বোরো ধানের চাষ করার জন্য সরকারি অর্থায়নে নির্মিত সেচড্রেইনগুলো ব্যবহার করা হচ্ছে তামাক ক্ষেতে। অন্য দিকে সরকারি ভর্তুকিকৃত বোরো ও রবি ফসলের সার চলে যাচ্ছে তামাক চাষে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের তদারকির দায়িত্ব থাকলেও তা বাস্তবায়ন না করায় বোরোর পরিবর্তে তামাক চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের চাষি আবুল হোসেন জানান, তামাক চাষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও তামাক কোম্পানিগুলো লোভনীয় সুযোগ-সুবিধা ও চাষের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। ফলে তামাক চাষের দিকে এগিয়ে যাচ্ছেন এলাকার চাষিরা।
সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিম জানান, এলাকার অধিকাংশ কৃষক গরিব। তাদেরকে তামাক কোম্পানিগুলো আর্থিক সহায়তা ও বীজসহ চাষের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। ফলে স্থানীয় চাষিরা তামাক চাষ করছেন এবং এ চাষের পরিধিও বৃদ্ধি পেয়েছে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল