ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে পাশপাশের মানুষ
- গোলাম আযম সরকার পীরগাছা (রংপুর)
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
রংপুরের পীরগাছা উপজেলার ঘাঘট নদীর ভাঙনের আতঙ্কে রয়েছে এর আশপাশের মানুষ। উপজেলার তিনটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ঘাঘট নদী। বিগত ৫০ বছরের এই তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত একর জমি চলে গেছে নদীগর্ভে। নদীর আশপাশের মানুষ বিভিন্ন স্থানে জমি ক্রয় করে বাড়িঘর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এসব বাড়িঘরও রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভাঙন থেকে বাড়িঘর রক্ষায় অনেক স্থানে এখন পর্যন্ত ফেলা হয়নি বালির বস্তা কিংবা পানি প্রতিরোধের কোনো ব্যবস্থা।
গতকাল রোববার সকালে পারুল ইউনিয়নের ভাংনিটারী এবং পশ্চিম পারুল আদর্শ পাড়ায় সরেজমিনে গেলে ওই এলাকাবাসী জানান, আমরা বারবার বলার পরও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম বলেন, ঘাঘট নদীর ভাঙনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নদীতে এখানের তিন শতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে।
পারুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আমি বহুবার পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেছি। কমপক্ষে কিছু ব্যাগ দিয়ে বাড়িঘর রক্ষা করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, আমরা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। আশা রাখি খুব দ্রুতই এর সমাধান হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান বলেন, এই এলাকার মানুষগুলোর খুবই কষ্ট হচ্ছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে আমরা অবগতি করেছি। নদীর আশপাশের মানুষকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশী মাহবুবর রহমান বলেন, আমি বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর জেলা প্রশাসক মোবাশে^র হাসান বলেন, নদীটি সংস্কার করার চিন্তা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আশপাশের মানুষকে রক্ষা করার চেষ্টা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা