বকশিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে দায়ের কোপে মা নিহত
- জামালপুর প্রতিনিধি
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
জামালপুরের বকশিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে ঘাতক ছেলের দায়ের কোপে নিহত হলেন রাবেয়া বেগম (৫৫) নামে এক মমতাময়ী মা। গতকাল রোববার বিকেল ৩টার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর পশ্চিমপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া ওই এলাকার মৃত হজরত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে ছেলে জাহিদ পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নিশির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে জাহিদ ও নিশির ঝগড়া থামাতে যান মমতাময়ী মা রাবেয়া বেগম। মা ছেলে জাহিদ হাসান ফাঁসালে মায়ের উপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো একটি দা এনে রাবেয়ার মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। বাড়ির লোকজন মূমুর্ষূ অবস্থায় মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেয়ার পথে জনম দুঃখিনী ওই মায়ের মৃত্যু হয়।