রূপগঞ্জে যুবককে পিটিয়ে দুই পা ভেঙে দিলো সন্ত্রাসীরা
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে (৩২) পিটিয়ে দুই-পা ও এক হাত ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। এ ঘটনায় গত শনিবার রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি করেন আহত সাদ্দাম হোসেনের স্ত্রী রতœা আক্তার। মামলায় একই এলাকার সাব্বির হোসেন খোকা, তানভীর, এজাজুল ওরফে এজাজ, ইয়াছিন, মারুফ, শামীম, তাওহীদ, ইফতি, কবির হোসেন, মেহেদী, উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকার লিসানকে এ মামলায় আসামি করা হয়েছে। সাদ্দাম হোসেন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ রাত ১০টায় সাদ্দাম হোসেন তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে সাব্বির হোসেন খোকার নেতৃত্বে পূর্বপাড়ার আমির হোসেনের বাড়ির সামনে ২০-২৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা সাদ্দামকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে তার দুই পা ভেঙে দেয় এবং এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সাদ্দাম চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনের পকেটে থাকা ২০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা