হোসেনপুরে প্রাথমিকের শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিজ উপজেলায় বদলির অনলাইন কার্যক্রম গত শনিবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আজ ১ এপ্রিল পর্যন্ত। কিন্তু সার্ভার জটিলতার কারণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাসহ আশপাশের এলাকার শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না। তাই তারা আবেদনের সময় বৃদ্ধিসহ এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, গত শনিবার ও গতকাল রোববার বারবার চেষ্টা করেও হোসেনপুর ও আশপাশের শিক্ষকরা বদলির আবেদন করতে পারেননি। সব তথ্য পূরণ করে ফরম সাবমিট করলেও কম্পিউটার স্ক্রিনে লেখা আসে ‘এই মুহূর্তে বদলির কার্যক্রম চালু নেই’।
আবেদনকারী শিক্ষকরা জানান, গত দুই দিনেও আবেদন সম্পন্ন করতে পারিনি। আবেদন করার সময়সীমা কেন যে মাত্র তিন দিন বেঁধে দেয়া হয়েছে, সেটিও বোধগম্য নয়।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে বহুবার চেষ্টা করেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।