১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমপিওভুক্তির আশায় বিনা বেতনে ২৪ বছর শিক্ষকতা

-

বিনা বেতনে ২৪ বছর ধরে শিক্ষকতা করছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিজিএস বালিকা দাখিল মাদরাসার শিক্ষকরা। এমপিওভুক্তির আশায় তারা খেয়ে না খেয়ে বছরের পর বছর ধরে এই পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। করছেন মানবেতর জীবন যাপন। অথচ প্রতি বছরই দাখিল পরীক্ষায় এই মাদরাসা থেকে ভালো ফলাফল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। তবুও এমপিওভুক্তি হচ্ছে না মাদরাসাটি।
উপজেলার ভবানীপুর গ্রামে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ঘোষেরহাট-ভবানীপুর সম্মিলিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাটি ২০০১ সালে বিজিএস বালিকা দাখিল মাদরাসা নামকরণ করে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ২০০১ সালেই মাদরাসাটি নবম শ্রেণীতে পাঠদানের অনুমতি পায়। ২০০৪ সালে প্রথমবারের মতো ওই মাদরাসা থেকে শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নিতে থাকে। তখন থেকে প্রতি বছরই দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করে আসছে ওই মাদরাসা থেকে। ২০২৩ সালের দাখিল পরীক্ষায় এ মাদরাসায় পাসের হার ছিল ৯০ শতাংশের বেশি। মাদরাসায় বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে।
এখানে ১১ জন শিক্ষক ও চারজন কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির বাজারে খেয়ে না খেয়ে শিক্ষক- কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাদরাসার প্রতিষ্ঠাকালীন সুপার মাওলানা হাবিবুর রহমান মারা গেছেন ২০১৪ সালে। এর পর থেকে বর্তমান সুপার মাওলানা শাহ আলম মাদরাসার হাল ধরে আছেন।
মাদরাসা সুপার বলেন, ২০০১ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানে বিনা বেতনে শিক্ষকতা করে আসছি। এমপিওভুক্তির আশায় কেটে গেছে ২৪টি বছর। শিক্ষক-কর্মচারীদের অনেকেই এখন হতাশায় ভুগছেন। এই শেষ বয়সে এসে তারা এখন কোথায় যাবেন? কী-ই বা করবেন? জরুরি ভিত্তিতে এই প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির দাবি জানান তিনি।
উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার অশোক রায় বলেন, বিজিএস দাখিল মাদরাসাটি একটি ননএমপিও প্রতিষ্ঠান। দীর্ঘ দিন ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে আসছেন। তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিষ্ঠানের লেখাপড়ার মানও বেশ ভালো। প্রতিষ্ঠানটি এমপিওভুক্তি হওয়ার যোগ্যতা রাখে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল