মাঠে রয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
- এম মাঈন উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম)
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেছে অর্ধডজনেরও বেশি। নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত থাকলেও গুঞ্জন ছিল দলীয় সিগন্যাল পেলে নির্বাচনে অংশ নেবে বেশির ভাগ নেতা। তবে দিন গড়াতে মাঠের লড়াইয়ে এখন দৃশ্যমান চার প্রার্থী। উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে সাহেরখালী বিভিন্ন সামাজিক প্রোগাম, বাজারে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর প্রচারণা। সেসব প্রচারণায় তুলে ধরছেন তাদের অতীতের কার্যক্রমের ফিরিস্তি। আওয়ামী লীগের পাশাপাশি বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য জালাল উদ্দিন আহমদও নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।
জানা গেছে, আগামী ৮ মে মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে আসন্ন উপজেলা নির্বাচন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও পেশাজীবী সংগঠনের চারজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের আকাক্সক্ষা নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যানও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী হতে আকাক্সক্ষার কথা শুনিয়েছেন অনেকেই। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আমার কাছে প্রত্যাশা করে এবং সময়ের প্রয়োজনে আমি প্রার্থী হচ্ছি।
করেরহাট ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন অন্যদের চেয়ে অপেক্ষাকৃত তরুণ হওয়ায় নতুন প্রজন্মের ভোটারদের প্রত্যাশা পূরণ করতে দলের কাছে মনোনয়ন চাইবেন। নয়ন বলেন, ‘আমাদের নেতা জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয় বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সাত সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুই দুই বারের মন্ত্রী ছিলেন। তার ছেলে বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পাঠশালার সাথী, আমাদের বর্তমান সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বৃহৎ পরিসরে মানুষে সেবাই হবে আমার মূল ব্রত।
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফেরদৌস হোসেন আরিফ দলের প্রতি তার ও তার পরিবারের ত্যাগ বিসর্জনের দাবি তুলে এবং নিজের প্রাপ্ত অভিজ্ঞতা আরো বড় পরিসরে কাজে লাগাতে দল থেকে মনোনয়ন চাইবেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মিরসরাইয়ের রাজপথে যৌবনের সবটুকু সময় বিলিয়ে এসেছি। রাজনীতির যুদ্ধে নিজের দুই সহোদর আরফিন ও তারিফকে হারিয়েছি। আমার জীবনে হারানোর আর কিছু নেই। আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রার্থী আমি হবোই। আমার হারানোর কিছু নেই। জীবনে মারা গেছি অনেকবার একার না হয় শেষ মরাটা মরব।’
মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘আমার বড় ভাই মরহুম রিদোয়ান কবির থেকে শুরু করে সকলেই দীর্ঘ সময় ধরে এলাকায় সমাজকর্মের সাথে যুক্ত রয়েছি। সমাজসেবা ছাড়া রাজনীতিতেও আমরা অনেক ভূমিকা রাখছি। আরো বৃহৎ পরিসরে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মানুষের সেবা করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা