পঞ্চগড়ে ‘পার্পেল’র ১৪তম শোরুমের উদ্বোধন
- পঞ্চগড় প্রতিনিধি
- ৩০ মার্চ ২০২৪, ০১:৪১
বিভিন্ন বয়সের দেশী-বিদেশী বাহারি পোশাকের সমাহার নিয়ে পঞ্চগড়ে ‘পাপের্ল’র ১৪তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের সিনেমা রোডে আনুষ্ঠানিকভাবে শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় চেম্বারের সাবেক সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চেম্বারের পরিচালক আব্দুস সবুর সেলিম, পার্পেল’র ব্যবস্থাপনা পরিচালক সায়েদুল রহমান লিংকন, জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন, মার্কেটের স্বত্বাধিকারী দিল আফরোজ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার প্রমুখ। ২০০৭ সাল থেকে শুরু করার পর থেকে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে ‘পার্পেল’।
পঞ্চগড় শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য ২৯-৩১ মার্চ তিনদিনের জন্য ৩০ শতাংশের ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকেলে শোরুমে আসা ক্রেতাদের দৃষ্টি কাড়েন কণ্ঠ সঙ্গীতশিল্পী তাশরীফ খান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা