১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠাই এর লক্ষ্য ও উদ্দেশ্য। আর এ জন্যই ইসলামবিরোধী বাতিল শক্তির অন্তরে জামায়াতে ইসলামী নিয়ে চিরকাল আতঙ্ক বিরাজ করতেই থাকে। তবে শত প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় আল্লাহর দলের এই কাফেলা কখনোই থেমে থাকবে না। ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুত তাওয়াব এ কথা বলেন। গত বুধবার বিকেলে শহরের চকবাজার জামে মসজিদ মার্কেট ভবনের চতুর্থ তলায় দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা বদরউদ্দীনের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা সেক্রেটারি আব্দুল ওহাব, জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, কোতোয়ালি থানা আমির মো: জসিমউদ্দিন, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ। ফরিদপুর প্রতিনিধি।


আরো সংবাদ



premium cement