১১০ বছর বয়সেও দিনমজুরি
- মাকসুদুর রহমান পারভেজ লালমোহন ( ভোলা)
- ২৮ মার্চ ২০২৪, ০০:০৫
দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নের বশির উদ্দীন হাজী বাড়ির ১১০ বছরের বৃদ্ধ জেবল হক মিয়াকে এখনো জীবন সংগ্রামে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তিনি দিনমজুরি করে জীবনযাপন করছেন অতি দুঃখ-কষ্টে।
জেবল হক মিয়ার জন্ম কত সালে তা ঠিক মনে না থাকলেও এটুকু বলতে পারেন ১১০ বছর হয়েছে তার বয়স। তার বাবা মৃত আনা মিয়া। বশির উদ্দিন হাজী বাড়িতেই জন্মগ্রহণ করেন তিনি। ১৫ সন্তানের জনক। সাত ছেলের তিনজন মারা গেছেন। আট মেয়ের মধ্যে সাতজন বেঁচে আছেন। জামাতে পাঁচ ওয়াক্তসহ তারাবিহ নামাজ দাঁড়িয়ে আদায় করেন।
তিনি নিজের ৪০ শতাংশ জমিতে ধান, মরিচসহ বিভিন্ন প্রকার চাষাবাদ করেন। কোনো সন্তানই তার সহযোগিতা করেন না। স্ত্রী মারা গেছেন ৮-১০ বছর আগে। জেবল তার দ্বিতীয় মেয়ে ৭০ বছরের আছিয়াকে তার বাড়িতে নিজের সাথেই রাখেন। তিনি বলেন, বয়স্ক ভাতার কার্ডে ১৫০০ টাকা করে কয়েক মাস পর পর পাই।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ নয়া দিগন্তকে বলেন, তিনি বয়স্ক ভাতা পেয়ে থাকলে আমাদের অফিস থেকে তাকে আর কোনো সুবিধা দেয়ার সুযোগ নেই। তবে সরকারি হাসপাতালে বিনামূল্যে তার জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা